খেলা

বাংলাদেশের ম্যাচসহ বিশ্বকাপ টিকিটের দাম প্রকাশ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। যেখানে একটি সেমিফাইনাল সহ রাউন্ড রবিন লিগের চারটি ম‌্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠে বাংলাদেশ ও পাকিস্তানের রয়েছে দুটি ম্যাচ। এছাড়াও ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও রয়েছে। সেখানে পাঁচটি ম্যাচের জন্য আলাদা আলাদা ভাবে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১১ জুলাই) ক্রিকেট অ‌্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ইডেনের বিশ্বকাপ ম্যাচগুলির টিকিটের দাম জানিয়েছেন। ৬৫০ থেকে ৩০০০ রুপি পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
ভারত-দক্ষিণ আফ্রিকা এবং একমাত্র সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম সবচেয়ে বেশি। আপার টিয়ারের টিকিটের মূল‌্য ৯০০ রুপি।  ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে ৩০০০ রুপি খরচ করতে হবে।
ইডেনে সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের টিকিট। আপার টিয়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১০০০ রুপি। এছাড়া ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি।
পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম সমান। এই দুই ম্যাচে আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারির টিকিট পাওয়া যাবে ২২০০ রুপি করে।

Related Articles

Leave a Reply

Back to top button