খবর
সিলেটে ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পেয়েছে ৩৭ জন
৫ বছরের শিশু আদ্রিকার কবিতা শুনে মনেই হবেনা যে, সে জন্ম থেকে বধির। অর্থাৎ জন্ম থেকেই তাঁর শ্রবণশক্তি এবং বাকশক্তি ছিলোনা। কিন্তু এখন সে অনবরত কথা বলতে পারে। কবিতা বলতে পারে। আদ্রিকার বাবা-মা যখন সব আশা ছেড়ে দিয়েছিলেন, তখনই চিকিৎসা হিসেবে এলো কক্লিয়ার ইমপ্লান্টের স্থাপন। যার মাধ্যমেই আজ শুধু আদ্রিকাই নয়, আদ্রিকার মতো আরো ৩৭ জন ফিরে পেয়েছে শ্রবণশক্তি ও বাকশক্তি। যাদের অধিকাংশই শিশু ।
সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কক্লিয়ার ইমপ্লান্টের স্থাপনের মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পেয়েছেন ৩৭ জন শিশু। ঢাকার বাইরে একমাত্র সিলেটেয় এই সেবা দেয়া হয়েছে। ৬-১৫ লাখ টাকার এই কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপন করা হয়েছে বিনামূল্যে।
মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. মনিলাল আইচ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় ঢাকার বাইরে সিলেটে কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের যাত্রা শুরু হয়। গত ২০২২ সালে ২৫ মে সিলেটে প্রথমবারের মতো জন্মবধির এক শিশুর কানে সফল অস্ত্রপচারের করা হয়। এ চিকিৎসা পদ্ধতি জটিল ও ব্যয়বহুল। এক একটি কক্লিয়ার ইমপ্লাট ডিভাইসের দাম ছয় থেকে ১৪ লাখ টাকা। সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধি শিশুদের জন্য ব্যয়বহুর কক্লিয়ার ইমপ্লাট বিনামূল্যে বরাদ্দ প্রদান করা হয়। বর্তমানে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জন দক্ষ কক্লিয়ার ইমপ্লাট সার্জন আছে; যা এ প্রতিষ্ঠানে বিরাট অর্জন।
মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, এ প্রকল্প কর্মসুচীর আওতায় অনেক শিশু স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। যে বাবা-মা তার প্রিয় সন্তানের মুখে কোনোদিন মা-বাবা ডাক শুনতে পায়নি তারা তাদের জীবনে মা-বাবা ডাক শুনতে পেয়েছে। এটি বিরাট আনন্দের।