বিনোদন
৭ কোটিতে বিক্রি হলো প্রিয়াঙ্কার সম্পত্তি
বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাকে নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জানা গেল নতুন তথ্য। সাত কোটি রুপির সম্পত্তি বিক্রি করেছেন প্রিয়াঙ্কা।
মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় সাত কোটি রুপি মূল্যের একটি বানিজ্যিক সম্পত্তি ছিল প্রিয়াঙ্কার। ১৭৮১.১৯ বর্গ ফুটের ফ্ল্যাট ও ৪৬৫ বর্গফুট টেরেস-সহ এই জায়গাটি তিনি অফিস হিসেবে ভাড়া দিয়েছিলেন চিকিৎসক দম্পতি নিতেশ ও নিকিতা মোতওয়ানির কাছে।
জায়গাটি বিক্রির ক্ষেত্রে ক্রেতা হিসেবে ভাড়াটিয়া চিকিৎসক দম্পতিকেই বেছে নিয়েছেন তিনি। মেয়ের হয়ে অর্থের লেনদেন করেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।
লোখান্ডওয়ালা রোডের পার্শবর্তী এলাকার দ্বিতীয় তলায় অবস্থিত প্রিয়াঙ্কার ওই ফ্ল্যাট। এখানে একটি খোলা গাড়ি পার্কিং স্পেসও রয়েছে।
তবে কেন এই সম্পত্তি বিক্রি করলেন সে বিষয়ে কিছু জানাননি পিগি চপস। অবশ্য অনেকের ধারণা, বলিউড ছেড়ে হলিউডে থিতু হয়েছেন প্রিয়াঙ্কা। স্বামী সন্তান নিয়ে বাসা বেঁধেছেন মার্কিন মুলুকে। তাই হয়তো মুম্বাইয়ে সম্পত্তি রাখার প্রয়োজন মনে করছেন না।
শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘সিটাডেল’ নামের একটি সিরিজে। বহুভাষী এই সিরিজ়ে প্রধান চরিত্রে রয়েছেন তিনি। এই সিরিজ়ের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় উঠেছে তার নাম।