রাজনীতি

দুর্ঘটনার কোনো প্রতিকার করতে পারছে না সরকার: ফখরুল

দেশে একের পর এক দুর্ঘটনা ঘটলেও সরকার তার সুনির্দিষ্ট প্রতিকার করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ এপ্রিল) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঈদ আগমুহূর্তে কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি গভীর উদ্বিগ্ন। ঘরমুখো মানুষের অন্যতম যোগাযোগ ব্যবস্থা ট্রেন দুর্ঘটনায় আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ধরনের যত দুর্ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত কিংবা সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। এ জনবিচ্ছিন্ন সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। একের পর এক এ ধরনের দুর্ঘটনা ঘটলেও সরকার তার প্রতিকার করতে পারছে না।’

বিএনপি মহাসচিব কুমিল্লার নাঙ্গলকোটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একইসঙ্গে আহত যাত্রীদের সুচিকিৎসা দেওয়ার দাবি জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button