চেন্নাইকে হারিয়ে আইপিএলের শুভসূচনা করলো গুজরাট
শিরোপা ধরে রাখার মিশনে চারবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা করেছে গুজরাট টাইটান্স।
শুরুতে ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড়ের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে চার বারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস। রান তাড়ায় নেমে খানিকটা ছন্দপতন ঘটলেও শেষ হাসি বর্তমান চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইন্সের।
শুক্রবার (৩১ মার্চ) জমকালো আয়োজনে পর্দা ওঠে আইপিএলের ষোলতম আসরের। অভিজিৎ সিংয়ের গানের মূর্ছনা আর রাশ্মিকাদের মোহনীয় নাচের পর ধুন্ধুমার লড়াইয়ের শুরু বাইশগজে।
আসরের উদ্বোধনী ম্যাচে ঋতুরাজের ৫০ বলে ৯২ রানের মারকাটারি ইনিংসে ভর করে ১৭৮ রানের পুঁজি গড়ে চেন্নাই। রান তাড়ায় শুভমান গিলের ৬৩ রানের ইনিংসে জয়ের পথেই ছিল গুজরাট। যদিও পরপর উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষদিকে রশিদ খানের ৩ বলে ১০ রানের ক্যামিও ইনিংসের কল্যাণে ৪ বল বাকি থাকতেই পাঁচ উইকেটের জয় পায় হার্দিকের গুজরাট টাইটান্স।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। ব্যাটিং করতে নেমে দলীয় ১৪ রানে ডেভন কনওয়েকে হারায় চেন্নাই। তবে অন্যপ্রান্তে ততক্ষণে ঝড় শুরু করেছেন আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ার প্লের শেষ ওভারে মঈন আলিকে হারালেও ঋতুর ঝড়ে পাওয়ার প্লেতে চেন্নাইয়ের স্কোরবোর্ডে জমা হয় ৫১ রান।
চার নম্বরে নামা বেন স্টোকস ফেরেন ব্যক্তিগত সাত রানে। এরপর আম্বাতি রাইডুকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন ঋতু। তবে জুটিতে বেশিরভাগ রানই আসে ঋতুর ব্যাট থেকে। দলীয় ১২১ রানে ফেরার আগে রাইডুর ব্যাট থেকে আসে ১২ রান।
ব্যাট হাতে ঝড় তোলার ঋতুর সামনে ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার সুযোগ। কিন্তু দলীয় ১৫১ রানে ব্যক্তিগত ৯২ রানে ফিরলে হাতছাড়া হয় সে সুযোগ। দুই রানের ব্যবধানে ফিরে যান রবীন্দ্র জাদেজাও।
শেষদিকে সাত বলে ১৪ রানের ক্যামিও খেলেছেন চেন্নাই অধিনায়ক ধোনি। নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।