আন্তর্জাতিক
ভূমিকম্পের পর তুরস্কে এবার বন্যায় নিহত ৫
ভূমিকম্পের দাগ মিটতে না মিটতেই এবার তুরস্কে আঘাত হেনেছে বন্যা। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। খবর ডেইলি সাবাহ’র।
প্রবল বৃষ্টিপাতের জেরে মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে সৃষ্ট এ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান।
বুধবার (১৫ মার্চ) সকালে তোকাত প্রদেশের গভর্নর নুমান হাতিপোলু জানিয়েছেন, বন্যায় সেখানে একজন মারা গেছেন। আদিয়ামানের টুট জেলায় চারজন নিখোঁজ রয়েছেন।
ভারি বৃষ্টিতে সানলিউরফা ইয়ুবিয়ে ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্লাবিত হয়েছে। এ কারণে সেখানকার রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া, সানলিউরফার আবিদে কোপ্রলু জংশনের কাছে বন্যার কারণে অন্তত ছয়জন আটকে থাকার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃষ্টির কারণে এ অঞ্চলের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি আরো কিছু দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।