দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকায় সকাল থেকেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। ইতিমধ্যে কিছু কিছু এলাকায় হয়েছে হালকা ও ভারী বৃষ্টি।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এমন পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়াবিদ শাহিনুল হক।
শাহিনুল হক জানান, আজ (বুধবার) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। বিচ্ছিন্নভাবে হওয়া এই ঝড়ে বৃষ্টির পরিমাণ কোথাও হালকা আবার কোথাও ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিছু এলাকার তাপমাত্রা কমে আসতে পারে৷
এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গেছে। এছাড়া কোথাও কোথাও শিলা বৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
বৃষ্টিতে দেশে চলমান তাপপ্রবাহ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করছেন এ আবহাওয়াবিদ।
তিনি আরো বলেন, আগামী ১৭/১৮ মার্চ থেকে দেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়ে বইতে পারে কালবৈশাখী ঝড়৷
জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।