সাহিত্য ও বিনোদন

একজন লেখকের সম্পর্কে

কবিতা লেখা আমার নেশা। গণমাধ্যম আমার পেশা। আনন্দ আলো, দৈনিক সমকাল, একুশে টেলিভিশন ছাড়াও বর্তমানে কাজ করছি সময় টেলিভিশনে। আর পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এই শব্দগুলো আমার নিজ থেকে লিখিনি। এই বাক্যগুলো লিখেছেন, আমার প্রিয় লেখক ও কবি এবং সাংবাদিক ‘খান মুহাম্মাদ রুমেল’।

এবারের বইমেলায় আমার প্রিয় কবির ২টি বই অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। ‘অন্ধ তিরন্দাজ’ আর ‘দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই’। বই দুটো আমার নিকট খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে।

প্রায় চৌদ্দটি গল্প নিয়ে লেখা ‘অন্ধ তিরন্দাজ’ বইটির মূল্য ৩০০ টাকা। আর ‘দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই’ বইটি কবিতার বই। যেখানে আছে পঞ্চাশ টিরও বেশি কবিতা। যার মূল্য ২৩০ টাকা।

গল্পগুলো লিখে আমি খুব আরাম পেয়েছি। পাঠকও পড়ে আরাম পাবেন-সেই আশা করি। এই অসাধারণ বাক্যগুলো, গল্পকার ‘খান মুহাম্মদ রুমেল’ তার একটি বইয়ের ভূমিকাপত্রে লিপিবদ্ধ করেছেন। বইয়ের নাম ‘অন্ধ তিরন্দাজ’।

আমি এই বইয়ের সাদা পাতার কালো অক্ষরগুলো যতই পড়ি, ততই আমার আরো পড়তে ইচ্ছে হয়। ঠিক এভাবেই একজন লেখক তার পরিপুষ্ট লেখার মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নেন।

খান মুহাম্মদ রুমেলের সদ্য প্রকাশিত গল্পগ্রন্থ ‘অন্ধ তিরন্দাজ’র আমি কয়েকটি গল্প পড়েছি। গল্পগুলো পড়ে আমার ভেতর থেকে কেমন যেন নাড়া দিয়ে ওঠে। যে, আসলেই এখনও কি এরকম ভালো মনের মানুষ আমাদের চোখের সামনেই চলাফেরা করছে। হ্যাঁ, এখনও এ-ই সমাজে রয়ে গেছে কিছু অসাধারণ ব্যাক্তিত্ব।

আশা করছি, তিনি আরও বেশি করে লিখবেন আমাদের জন্য। যারা কি না জীবন দেখতে চাই, তার সুন্দর বর্ণিল ক্যানভাসে। আমি বইটির বহুল পাঠ ও প্রচার কামনা করছি।

Related Articles

Leave a Reply

Back to top button