বিনোদনসাহিত্য ও বিনোদন

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার সংস্কৃতিকর্মীদের

সম্প্রীতি-সৌহার্দ্য-ভালোবাসার ঐতিহ্য লালন করে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। কিন্তু বারবার নানা অপশক্তি এই সংস্কৃতির উপর আক্রমণ চালায়। বর্তমান সময়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি এমন আপতৎপরতায় লিপ্ত। বরাবরের মতোই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সংস্কৃতিকর্মীরা।

এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ কর্মসূচী বাস্তবায়ন করছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার সংস্কৃতিকর্মীদের

কর্মসূচীর অংশ হিসেবে ২৩শে ডিসেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ রাজধানীর গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আলোচনা, আবৃত্তি, গান ও নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার সংস্কৃতিকর্মীদের

আয়োজনের প্রধান অতিথি ছিলেন: আতিকুল ইসলাম, মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; বিশেষ অতিথি: গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট; সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ; স্বাগত বক্তৃতা করেন: মো: আহ্কাম উল্লাহ্, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। বক্তারা বলেন, যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতামুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সংস্কৃতিকর্মীদের জোরালো ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলার অঙ্গীকার সংস্কৃতিকর্মীদের

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দেশকে উন্নয়নের অগ্রযাত্রা থেকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। সংস্কৃতিকর্মীদের যেকোনও ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button