খেলা
ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিফাইনালে ফ্রান্স
৮৪তম মিনিটে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। এই না পাওয়া কে সঙ্গে নিয়েই কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডকে।
প্রথমার্ধের ১৭ মিনিটে গোল খেয়ে পিছিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান অধিনায়ক হ্যারিকেইন।
ম্যাচের ৭৮ মিনিটে অঁতোয়ান গ্রিজম্যানের থ্রু থেকে দুর্দান্ত হেড করে দলকে লিড এনে দেন অলিভিয়ার জিরুড।
ডি-বক্সে ইংলিশ ফুটবলারকে ফাউল করলে ভিএআরের মাধ্যমে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। কিন্তু প্রান্ত স্পটকিকটি হ্যারিকেইন গোলবারের ওপর দিয়ে মারেন। এতে ম্যাচে সমতায় ফেরার শেষ সুযোগ হারায় ইংলিশরা।
ইংল্যান্ডের হতাশার বিপরীতে রোমাঞ্চকর লড়াই জিতে আরেকটি বিশ্বকাপ ফাইনালের দ্বারপ্রান্তে এখন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।