খেলালিড স্টোরি

পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিতে মরক্কো

ইতিহাস গড়ে পর্তুগালকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে প্রথম আফ্রিকান দেশ মরক্কো।

নকআউট পর্বে এসে শুরুর একাদশেই জায়গা মিলছিল না এই তারকার। শেষ ষোলোর মতো কোয়ার্টার ফাইনালে মঞ্চেও তাকে ছাড়াই মাঠে নেমেছিল পর্তুগাল।

সাইডবেঞ্চে বসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সাইডবেঞ্চ থেকে বসে বসে দেখলেন দলের গোল খাওয়া। বিরতির পরে নামলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। যার ফলে প্রথমার্ধের ওই এক গোলেই হার দেখতে হয় পর্তুগালকে।

গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে লিড নেয় মরক্কো। সেভিয়ায় খেলা দলটির ২৫ বছর বয়সী স্ট্রাইকার ইউসুফ এন নেসিরি হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন। ওই গোল চেষ্টা করেও শোধ করতে পারেনি তরুণ-সিনিয়র মিলিয়ে দারুণ সম্ভাবনাময় দল নিয়ে কাতারে আসা পর্তুগাল। ওই গোলেই সেমিফাইনালে উঠে গেছে আফ্রিকার প্রতিনিধিরা। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার একমাত্র দল হিসেবে শেষ চারে নাম তুলে ইতিহাস গড়েছে।

এই জয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কো তাকিয়ে থাকবে ফ্রান্স ও ইংল্যান্ড ম্যাচের দিকে। শেষ চারে ওই ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button