খেলা

আশা জাগিয়েও টাইগারদের ৫ রানের পরাজয়

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত।

আজ বুধবার অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে ভারত।

১৮৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের উড়ন্ত ব্যাটিংযে বেশ এগিয়ে যায় সাকিব বাহিনী। তবে বৃষ্টি থামার পর ডার্ক লুইস পদ্ধতিতে বাংলাদেশ নতুন টার্গেট পেয়েছিল ১৬ ওভারে ১৫১ রান। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করায় বাংলাদেশের বাকি ৯ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৮৫ রান। কিন্তু নতুন টার্গেটে ব্যাট করতে নেমেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। উড়ন্ত ব্যাটিং করা লিটন দাস রান আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সাকিবের দল।

ফলে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানেই থেমে যায় টাইগাররা। শেষ পর্যন্ত লড়াই করে ৫ রানে হেরে গেল সোহান-তাসকিনরা।

শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রানের। আর্শদীপের প্রথম বলে সিঙ্গেল নিয়ে সোহানকে স্ট্রাইক দেন তাসকিন। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচটা আরও জমিয়ে দেন উইকেটকিপার ব্যাটার। তবে শেষমেশ আর পারলেন না।

Related Articles

Leave a Reply

Back to top button