আন্তর্জাতিক

যুদ্ধবাজ আখ্যা দিয়ে ডেমোক্রেটিক পার্টি ছাড়লেন তুলসী

ডেমোক্রেটিক পার্টিকে ‘জাতির প্রতিটি ইস্যুকে বর্ণবাদী রূপ দেওয়ার কারিগর’ এবং ‘যুদ্ধবাজদের একটি অভিজাত চক্র’ বলে অভিহিত করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন তুলসী গ্যাবার্ড। সেই দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মঙ্গলবার (১১ অক্টোবর) ২০ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি।
টুইটার হ্যান্ডলে পোস্ট করা প্রায় ৩০ মিনিটের একটি ভিডিওতে তুলসী গ্যাবার্ড দল ত্যাগের ঘোষণা দেন। ভিডিওতে তিনি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ চর্চা নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদের জন্য ডেমোক্রেটিক পার্টিকেই দোষারোপ করেছেন তুলসী। তিনি বলেছেন, এ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা তার পক্ষে সম্ভব নয়।
ভিডিওতে তুলসী গ্যাবার্ড বলেন, ‘আমি আজকের এই ডেমোক্রেটিক পার্টিতে আর থাকতে পারি না, যেটি এখন যুদ্ধবাজদের অভিজাত চক্রে পরিণত হয়েছে। যে দল নিয়ন্ত্রিত হচ্ছে অমূলক এক ভীতিজনিত সচেতনতা থেকে। এই চক্র প্রতিটি বিষয়কে বর্ণবাদে রূপ দিয়ে আমাদের বিভক্ত করে এবং শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদকে উসকে দেয়।’
গ্যাবার্ড তার ডেমোক্র্যাট সহকর্মীদের দল ছেড়ে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অবশ্য তিনি এখন পর্যন্ত তার নতুন রাজনৈতিক ভাবনা বা বিরোধী রিপাবলিকান পার্টিতে যোগদানের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি।

Related Articles

Leave a Reply

Back to top button