নানক-আজমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নিউইয়র্কে আনন্দ সমাবেশ
জাহাঙ্গীর কবির নানককে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মির্জা আজমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ সমাবেশ হয়েছে নিউইয়র্কে।
যুক্তরাষ্ট্র যুবলীগের ব্যানারে সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ সমাবেশ হয় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। এ সময় জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে গোটা পরিবেশ মুখরিত ছিল।
অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন জাহাঙ্গির কবির নানক ও মির্জা আজম। নানক বলেন, ‘যে প্রত্যয়ে আমাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেয়া হয়েছে, তা বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করবো। সেই কাজের মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় উপনীত হবে।
আজম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে প্রকারান্তরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তৃণমূলের কর্মীদেরকেই সম্মানিত করেছেন। এ দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সেজন্যে প্রবাসীদের আন্তরিক সহায়তা চাচ্ছি। ’ তারা উভয়ে প্রবাসে মুজিব আদর্শে উজ্জীবিতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য দোয়া চেয়েছেন।
যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক মো: সেবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সকলেই গভীর কৃতজ্ঞতা জানান শেখ হাসিনার প্রতি।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির প্রচার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য হাজী এনাম, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক মিসবাহ আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শরিফ কামরুল হীরা, মুক্তিযোদ্ধা মিজান চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জরু চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের য্গ্মু-আহবায়ক রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরি, হেলিম উদ্দীন, সদস্য জামাল বক্স, মনির উদ্দীন, শাহীন কামালী, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, পেনসিলভেনিয়া ষ্টেট যুবলীগের সভাপতি আলীম উদ্দীন, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি অলি চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরকার, হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরি, নিউইয়র্ক মহানগর যুবলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান, রিটন সরকার প্রমুখ ।