বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে গত ২৮শে আগস্ট ২০২২ সিডনির রকডেলে স্টুডেণ্ট বিরিয়ানী (পুরাতন বনলতা) হাউসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনা দিয়ে শুরু হয় শোক সভার কার্যক্রম। ঐ দিনে নিহত সকল শহিদের আত্মার প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোক সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা আসন ৫, সাংসদ নাহিদ ইজাহার খান।
বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পি এস চুন্নুর সঞ্চালনায় শোক সভা শুরু হয়।
প্রধান অতিথি নাহিদ ইজাহার খান তার বক্তৃতায় বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরের অভ্যুত্থান-ল্টা অভ্যুত্থানে খালেদ মোশাররফ, এ টি এম হায়দারের সঙ্গে তাঁকেও নির্মম ভাবে হত্যা করা হয়। তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের আওতায় আনার জন্য তীব্র দাবী জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিডনীর ম্যাকুয়ারি ইউনিভার্সিটির আইন বিভাগের প্রাক্তন ডীন এবং এমিরিটাস প্রফেসর ডঃ রফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধপরাধী বিচারের জন্য ১৯৭৩ সালে একটি আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালের আদলে তিনজন বিশ্বখ্যাত আইনজ্ঞ নিয়োগ দিয়েছিলেন এই ট্রাইবুনালে। তিনি বঙ্গবন্ধুর দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অত্যন্ত গঠনমূলক ও পরামর্শমূলক বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ডঃ রতন লাল কুন্ড, বাসভূমির কর্ণধার, সাংবাদিক, কলামিস্ট ও লেখক আকিদুল ইসলাম, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন সিডনীর প্রাক্তন শিক্ষক ডঃ মাসুদুল হক, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল খান রতন, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার রিপন ও দিদার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা বিলকিশ জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সহসভাপতি আলতাফ হোসেন লাল্টু, ডঃ তরিকুল ইসলাম, আওয়ামীলীগ সিডনীর সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, সেচ্ছাসেবক লীগের সভাপতি স্বপন দেওয়ান ও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ অষ্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি, সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবু, কোষাধক্ষ্য এইচ এম লাবু, সিডনি আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জাহিদ হোসেন ও আব্দুস সালাম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করেন এ প্রজন্মের ছেলে পৃথিবী তাজওয়ার এবং পূরবী পারমিতা বোস। নিজের লেখা কবিতাংশ পাঠ করেন সুহৃদ সোহান হক।