জাতীয়

ড্রোন উড়িয়ে ভারতে গ্রেপ্তার ২ বাংলাদেশি

ভারতের কলকাতায় ড্রোন উড়িয়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে। আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ শিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। তাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা এলাকায়।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, কলকাতার ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ভিডিও শুটের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ফোর্ট উইলিয়ামের অন্তত ২কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে, গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা সেখানে ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞার বিষয়ে জানতেন না।

Related Articles

Leave a Reply

Back to top button