পুঁজিবাজার
সূচকের সাথে কমেছে লেনদেন
সূচক ও লেনদেন কমেছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২০৩টির, আর ৪৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৪৩০ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২৭১ কোটি ৬ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১২১টির, আর ৩১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।