জাতীয়

সংসদ সদস্য বাহাউদ্দীনকে এলাকা ত্যাগের নির্দেশ: ইসি

নির্বাচন কমিশন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন ।

আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

তিনি আরও জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে সদর ও দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ডের সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

ইতিমধ্যে ১০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ৭টি কম ঝুঁকিপূর্ণ এবং ৯টি সাধারণ ভোটকেন্দ্রে হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।

এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুসিকের দুই উপজেলার ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯ ভোটকেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button