জাতীয়

সীতাকুণ্ডে বিস্ফোরণ: বিএম ডিপোর ৮ জনের নামে মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর আট জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। তবে এই আটজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

জানা গেছে, আজ বুধবার পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তকাজ শুরু হয়েছে।

গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। এই ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক।

Related Articles

Leave a Reply

Back to top button