রাজনীতি

মুক্তিযোদ্ধারা রাজাকারের খেতাব পেতে পারে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা তালিকা কোনভাবেই রাজাকারের তালিকা নয়। মুক্তিযোদ্ধারা কখনো রাজাকারের খেতাব পেতে পারে না। এ ঘটনার জন্য দায়ী প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সন্ধ্যায় গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২১তম কাউন্সিল শুক্রবার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে তিন বছর মেয়াদি বর্তমান কমিটি। দলে আসবে নতুন নেতৃত্ব।
বুধবার অনুষ্ঠিত হল দলটির কার্যনির্বাহী সংসদের বিদায়ী সভায় প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি রাজাকারের তথাকথিত তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকার বিষয়টি দুঃখজনক। এটি রাজাকারের তালিকা নয় উল্লেখ করে তিনি জানান, তালিকা যাচাই বাছাই করা হবে।
যেসব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নাম তালিকায় এসেছে তাদের প্রতি সমবেদনা জানান বঙ্গবন্ধু কণ্যা। তিনি বলেন,’এটা নিয়ে যারা কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন তাদেরকে বলব- দুঃখ পাওয়ার কিছু নেই। যারা মুক্তিযোদ্ধা পরিবার, যারা শহীদ পরিবার তারা সব সময় আমাদের কাছে সর্বজন শ্রদ্ধেয়। তারা জাতির কাছে সব সময় শ্রদ্ধার পাত্র হিসেবে থাকবেন।’
শেখ হাসিনা বলেন, ‘যারা রাজাকার তাদের তো আলাদা গেজেট করাই আছে। কাজেই কোনো মতে এই তালিকা রাজাকারের তালিকা না।’
এই তালিকা প্রকাশে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম। কিন্তু কেন এটা দিয়ে দিলেন আমি জানি না। এটা দেওয়ার কথা ছিল না। বিশেষ করে বিজয় দিবসের আগে না।’
এই তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যে তালিকা সেটা সংশোধনের জন্য আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। গতকালকেও কথা বলেছি। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে বলা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদ বিশেষ উদ্দেশ্য নিয়ে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করেছে। সে তালিকা প্রকাশে সংশ্লিষ্ট দোষীদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
হত্যা, কু, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় উড়ে এসে জুড়ে বসাদের হাতে জনগনের উন্নয়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা। বলেন, সরকারের ধারাবাহিকতায় দেশের যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে হবে।
মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকার ভুল বোঝাবুঝির অবসান করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button