অর্থ বাণিজ্য

নতুন বছর থেকেই এক অঙ্কের সুদ হার কার্যকর: অর্থমন্ত্রী

নতুন বছরের শুরুতেই ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠেক শেষে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এতথ্য জানান।
মন্ত্রী বলেন, সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল ঠিক করতে গঠিত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
তিনি বলেন, ‘পহেলা জানুয়ারি থেকে কার্যকর করার চেষ্টা করছি, সে কারণে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করবে। সে প্রজ্ঞাপনে সব কিছুই থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কাজ করতে হবে।’
বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ ও আমানতের সুদের হার ৬ শতাংশে রাখতে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
গত অগাস্টে ঋণ ও আমানতের সুদহার যথাক্রমে ৯ ও ৬ শতাংশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হলেও তাতে কোনো কাজ হয়নি।
এ অবস্থায় ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল ঠিক করতে ২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কমিটির সুপািরশও হাতে এসেছে।
ব্যাংকগুলো এখন ছয় থেকে থেকে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ পর্যন্ত সুদে আমানত সংগ্রহ করছে এবং ঋণের শ্রেণিভেদে সাড়ে ৯ সাড়ে ২০ শতাংশ সুদে ঋণ বিতরণ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button