অন্যান্য খবরখবর

পায়ুপথ থেকে ৩ কেজি ৬৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন বিমানযাত্রীর পায়ুপথ থেকে ৩ কেজি ৬৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

শনিবার (৩০ এপ্রিল) দুবাই থেকে আসা একটি বিমানের তিন যাত্রীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ার হোসেন।

তিনি বলেন, ওই তিন যাত্রী দুবাই থেকে শনিবার সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাদেরকে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা বিষয়টি অস্বীকার করলেও আর্চওয়েতে তাদের শরীরে স্বর্ণ থাকার সংকেত পাওয়া যাচ্ছিলো। একপর্যায়ে পায়ুপথে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন তারা।

ডেপুটি কমিশনার বলেন, তাদের লাগেজ তল্লাশি করে ২৩২ গ্রামের দুটি বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণগুলোর বাজারমূল্য ২ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা।

তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান ঢাকা কাস্টমসের ডেপুটি কমিশনার সানোয়ার হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button