আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য ৩৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে ৩ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত প্যাকেজ ঘোষণা করেছেন। [বিবিসি]

বাইডেনের এই সহায়তা প্যাকেজের মধ্যে ২ হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে মানবিক সহায়তা খাতে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে।

মার্কিন কংগ্রেসকে যত দ্রুত সম্ভব এই সাহায্য প্যাকেজ অনুমোদনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এই প্যাকেজ অনুমোদন খুবই জরুরি। কারণ, এই সাহায্য ইউক্রেনের প্রতিরক্ষার জন্য সহায়ক হবে।যুক্তরাষ্ট্র এরই মধ্যে সামরিক সরঞ্জাম এবং মানবিক সহায়তা দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেছে এটি তার দ্বিগুণেরও বেশি।

তিনি বলেন, ‘এই সাহায্য সস্তা না। কিন্তু আগ্রাসনের কাছে নতি স্বীকার করে আমরা এটাকে চলতে দিলে এর চেয়ে বেশি মূল্য দিতে হবে। ’

ভাষণে তিনি মার্কিন কংগ্রেসকে ইউক্রেনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button