অতিরিক্ত ভাড়া না নিতে আবারো আহ্বান কাদেরের
জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষ পরিবহন মালিক শ্রমিক নেতাদের এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, পথে পথে যাত্রীরা যাতে কোন ধরনের ভোগান্তির স্বীকারে না পড়ে সেদিকে কঠোর ভাবে নজর দিতে বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন।
বিগত যে কোন সময়ের তুলনায় এবার দেশের সড়ক মহাসড়ক অনেক ভালো বলে জানান মন্ত্রী।
বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, দেখতে দোখতে ১৩ বছর বিএনপির আন্দোলন হবে কোন বছর?
তিনি আবারও বিএনপি নেতাদের কাছে জানতে চান তাদের আন্দোলনের নেতা কে ?