কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু
কেরানীগঞ্জের চুনকুটিয়া প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে আজ আরো একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। চিকিৎসাধীন বাকী ১৭ জনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। মৃত্যুর ঘটনায় কারখানা মালিকের শাস্তি চেয়েছে নিহতদের স্বজনরা।
১১ ডিসেম্বর দুপুরের পর কেরানীগঞ্জ চুনকুটিয়া প্রাইম পেল্ট এন্ড প্লাস্টিক কারখানায় আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় একজন।
দগ্ধ ৩১জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়। ঘটনার পরদিনই মারা যায় ১২ জন।
চিকিৎসাধীন ও নিহতদের স্বজনদের অভিযোগ, কারাখানার গেট বন্ধ থাকায় শ্রমিকরা বের হতে পারেনি।
চিকিৎসকরা বলছেন, এখনো যারা চিকিৎসাধীন আছেন তারা কেউই শঙ্কামুক্ত নয়। যারা মারা গেছেন তাদের সবারই শ্বাসনালী পুড়ে যায় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
এদিকে, প্লাস্টিক কারখানয় আগুনের ঘটনায় বৃহস্পতিবার নিহত এক শ্রমিকের পরিবার বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা করেছে। কারখানার মালিক হাজী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।