প্রিমিয়ার লিগে শেখ জামালের প্রথম শিরোপা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ইতিহাসে, এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো শিরোপা জিতলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মঙ্গলবার আবাহনী লিমিটেডের দেয়া ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাজী নুরুল হাসান সোহানের অপরাজিত ৮১ (৮১) রানের ইনিংসে ভর করে ৪ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ফলে শিরোপা জয়ের অনেক কাছে গিয়েও জেতা হলো না লিজেন্ডস অব রূপগঞ্জের।
ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় ৭৮ রানে। ওপেনার সাইফ হাসানকে ১৫ রানে ফেরান সাইফউদ্দিন।
আরেক ওপেনার সৈকত আলীকেও (১৫) ফেরান সাইফউদ্দিন। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম ১৬ রান করে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তানভির ইসলামের বলে। মোসাদ্দেক হোসেনের বলে ক্যাচ দেন নাঈম শেখের হাতে।
অধিনায়ক ইমরুল কায়েস ১৫ রানে ফেরার পর রবিউল ইসলাম রবি ফেরেন ৩ রান করে। চাপে পড়া দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। পারভেজ রসুলকে সঙ্গে নিয়ে সোহান তুলে নেন অর্ধশতক। ৭২ রানের জুটি ভাঙেন নাজমুল হোসেন শান্ত, সোহানকে দারুণ সঙ্গ দেওয়া রসুল ফেরেন ৩৩ (৪০) রানে।
সোহান-জিয়াউর রহমান, দুজনের ৮২ রানের জুটিতে ৪৭ ওভারে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোহান অপরাজিত থেকেছেন ৮১ (৮১) রানে, জিয়া ৩৯ (২৬) রানে।
আবাহনীর হয়ে ২ উইকেট নেন সাইফউদ্দিন। ১টি করে উইকেট নেন তানভির ইসলাম, তানজিম হাসান, মোসাদ্দেক হোসেন ও শান্ত।
এর আগে, সকালে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটার নাঈম শেখ (১৬), লিটন দাস (৪) ও নাজমুল হোসেনকে (৮) হারায় আবাহনী।
শেখ জামালের হয়ে ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট করে নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।
১৪ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। চার পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ (২০)। শেষ ম্যাচ জামালের সঙ্গে রূপগঞ্জ জিতলেও তাদের পয়েন্ট হবে ২২।
তাই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।