বিনোদন
হৃদরোগে আক্রান্ত গায়ক তৌসিফ, দ্রুতই করতে হবে বাইপাস সার্জারি
তরুণ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার হার্টে বেশকিছু ব্লক ধরা পড়েছে। হৃদযন্ত্রে দ্রুত বাইপাস করতে হবে এই গায়কের।
রোববার (২৪ এপ্রিল) তৌসিফ রাজধানীর ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে তৌসিফ নিজেই কথা বলেছেন গণমাধ্যমে। তিনি জানান, ঈদ করতে বাসার সবাই গ্রামের বাড়িতে। এমন সময় আমি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে একাই দ্রুত বাসার পাশে ইবনে সিনা হাসপাতালে যাই। সেখানে পরীক্ষার পর হার্টে ব্লক ধরা পড়ে। তখনই বুঝতে পারি আমার হার্ট অ্যাটাক হয়েছিল।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঈদের পর বাইপাস সার্জারি করাবো।
‘দূরে কোথাও’, ‘বৃষ্টি ঝরে যায়’সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তৌসিফ আহমেদ। তবে বর্তমানে গানে তাকে কম দেখা যায়।