জামিন পেলেন আলোচিত মুনিয়া হত্যা মামলায় অন্যতম আসামি মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ তাকে জামিন দেন।
এর আগে, গত বছরের (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে গুলশান থানায় করা মাদক আইনের আরেক মামলায় তার জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারেই পেরণ করা হয়।
আদালতে পিয়াসার পক্ষে ছিলেন, শাহ মঞ্জুরুল হক ও নোমান হোসাইন তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে গত বছর পিয়াসাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আইনজীবী নোমান হোসাইন তালুকদার বলেন, মুনিয়া হত্যা মামলায় জামিনের এই আদেশের মাধ্যমে পিয়াসার মুক্তিতে আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলা করে পুলিশ।