আদালত অবমাননা করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ: ফখরুল
নির্ধারিত সময়ে আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা না দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার পতন দিবসের আলোচনা সভায় তিনি বলেন, দেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচার পতন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব।
বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন উন্নয়নের নামে জনগনকে ধোকা দিচ্ছে সরকার। দেশের প্রায় সকল অর্থনৈতিক সুচক নিম্নমুখী বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকার প্রধানের অনিচ্ছার কারনে জামিন হচ্ছেনা খালেদা জিয়ার। তার দাবি বিএনপির আইনজীবীরা নয় বরং খালেদা জিয়ার জামিন না দিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, খালেদা জিয়া ভালো আছেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা যখন বলেন, সব ঠিক আছে। তখন বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা যে তাঁরা বলবেন, তিনি খুব খারাপ আছেন। আর সেদিনই তো সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাই বিচারকেরা কে কতটা সাহস রাখবেন, এটা জানি না।
হাইকোর্টের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। তাঁর শুনানিতে যাঁরা আদেশ মানলেন না, হাইকোর্ট তাঁদের আরও সময় দিলেন। দুর্ভাগ্য এই জাতির।
১২ ডিসেম্বর খালেদা জিয়ার জামিন না হলে দেশেব্যাপী অনিদৃষ্টকালের অবস্থান ধর্মঘট পালনের হুঁশিয়ারী দেন বক্তারা।