রাজধানীতে কৃষকের বাজার
রাজধানীতে কৃষকের বাজার
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বসেছে কৃষকের বাজার। সপ্তাহে দুইদিন বসবে এই বাজার। কৃষকের বাজার উদ্বােধন করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের বাজার স্বাভাবিক পর্যায়ে আনতে চেষ্টা চলছে। বেশি দাম পেতে বড় হবার আগেই অনেক কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ তুলে ফেলায় ঘাটতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মানিক মিয়া এ্যাভিনিউতে রাজধানীর পার্শ্ববর্তী বিভিন্ন জেলার কৃষকদের নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে জৈব সার দিয়ে উৎপাদিত নিরাপদ সবজির বাজার বসে সকাল থেকেই। বাজারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
পরে সাংবাদিকদেরে বলেন, দেশে উৎপাদন কম হওয়া এবং ও ভারত রফতানি বন্ধ করে দেয়ার পেঁয়াজের এই সঙ্কট।
বেশি দর পেতে পুষ্ট হওয়ার আগেই ক্ষেত থেকে পেঁয়াজ উঠিয়ে নেয়ায় উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।
এদিকে, নগরে এমন নিরাপদ সবজি বিক্রির আয়োজনে ধন্যবাদ জানান ক্রেতারা। দাম নিয়েও নেই কোনো বাড়াবাড়ি।
রাসায়নিকমুক্ত সবজি উৎপাদন ও বিপণনে স্বাস্থ্য ও অর্থনৈতিক স্বাবলম্বি হওয়া সম্বভ বলে জানান কৃষকরা।
মানিক মিয়া এ্যাভিনিউ এর এই বাজার বসবে প্রতি শুক্র ও শনিবার।
বাজারে সাভার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ ঢাকার আশেপাশের জেলা থেকে কৃষক তাঁর উৎপাদিত পণ্য এনেছেন। যশোর থেকও আসেন বেশ কয়েকজন কৃষক।