আন্তর্জাতিক
ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে : বাইডেন
ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া নানা অজুহাত খুঁজছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনা জড়ো করতে থাকা রাশিয়া আর কিছুদিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়বে । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। [ খবর বিবিসির। ]
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাইডেন।
বাইডেন বলেন, রাশিয়া সাজানো হামলা চালিয়ে ইউক্রেনে অভিযানের অজুহাত খুঁজছে—এমনটি বিশ্বাসের কারণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনকে শেষ মুহূর্তে তার ভ্রমণ পরিকল্পনা বদলানোর নির্দেশ দিয়েছেন।