কুমিল্লাকে হারিয়ে ফাইনালে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে, শাসরুদ্ধকর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল।
সোমবার ১৪ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তোলে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার মুনিম শাহরিয়ার। এ ছাড়া গেইল ২২, জিয়াউর রহমান ১৭ এবং শেষ দিকে ব্রাভোর ব্যাট থেকে এসেছে ১৭ রান।
১৪৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন কুমিল্লার দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং লিটন দাস। ৪২ বলে ৫০ রানের জুটি পূরণ করেন লিটন-জয়।
কুমিল্লার জয়ের জন্য শেষ ২৪ বলে প্রয়োজন ছিল মাত্র ৩২ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু শেষ দিকে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি কুমিল্লার বিদেশি তারকা ফাফ ডু প্লেসি ও সুনিল নারিনরা।
শেষ দিকে দুর্দান্ত বোলিং করেন মেহেদি হাসান রানা, ডুয়াইন ব্রাভো ও মুজিব উর রহমানরা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ৪ ওভারে মাত্র ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় কুমিল্লা।
তবে হেরে গেলেও আরও একটি সুযোগ পাচ্ছে কুমিল্লা।
প্রথম এলিমিনেটর ম্যাচের জয়ী দল চট্টগ্রামের সঙ্গে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে শুক্রবার বরিশালের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পাবে কুমিল্লা।
এ খেলায় ম্যাচসেরা হয়েছেন ফরচুন বরিশালের মেহেদি হাসান রানা।