বিকালে বসবে সার্চ কমিটি
নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট ব্যক্তিদের মতামত গ্রহণের রবিবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে ২৩ জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সরকার গঠিত অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি)। বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছে সার্চ কমিটি।
বিকালে যেসব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি তারা হলেন–সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মালেক, লেফট্যান্টে কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর-এর ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক ড. জাফর ইকবাল, কবি মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. উবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক এডিশনাল আইজিপি নুরুল আলম, অধ্যাপক ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর গোলাম কুদ্দুছ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, লেখক ও সাংবাদিক হারুন হাবীব, প্রজন্ম৭১-এর আসিফ মুনির ও ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।
গত ৬ ফেব্রুয়ারি থেকে সার্চ কমিটি কাজ শুরু করার পর শনিবার দুই দফায় ২৫ জন বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে। সবার মতামত গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। সেখান থেকে পাঁচজনকে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। একজন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত হবে নির্বাচন কমিশন।
সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে কমিটিতে রয়েছেন বিচারপতি এসএম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। বৈঠকে সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।