খেলা
আইপিএলে নতুন ঠিকানায় মোস্তাফিজ
বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের নিলামে, ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
দুই দিন ব্যাপী নিলামের প্রথম দিনেই ২ কোটি রুপির ভিত্তিমূল্যে থাকা মোস্তাফিজকে দলে কিনে নেয় দিল্লি। নিলামে মোস্তাফিজকে দিল্লি ছাড়া কেউ নিতে চায়নি।
শনিবার সন্ধ্যায় পেসারদের ব্যাচে নিলামে তোলা হয় মুস্তাফিজকে। তার সঙ্গে ছিলেন দীপক চাহার, লকি ফার্গুসন, জশ হেইজেলউড, প্রসিধ কৃষ্ণ, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, মার্ক উড, উমেশ যাদব। এর মধ্যে কেবল উমেশই কোনো দল পাননি।
এ নিয়ে আইপিএল ক্যারিয়ারে পাঁচ আসরে চারটি দলে খেলবেন মোস্তাফিজ। গত আসরে রাজস্থান রয়্যালসে খেলেন মুস্তাফিজ। তিনি ১৪ ম্যাচে তুলে নেন ১৪ উইকেট।
২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।