টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে এসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।চলতি বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ইমরুল কায়েসের দল। গতকালই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে ৫২ রানের বড় ব্যবধানে । আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্তের ফলাফল কি হবে তা দেখতে অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
বিপিএলে চতুর্থ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশে আজকের খেলায় অংশ নিচ্ছে ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, করিম জানাত, ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক।
অন্যদিকে মিনিস্টার গ্রুপে ঢাকা একাদশে রয়েছে মাহমুদ উল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাইম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন চৌধুরী, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ, আন্দ্রে রাসেল, কায়েস আহমেদ।