রাজনীতি

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএন‌পি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া আজ মঙ্গলবার ১ (ফেব্রুয়া‌রি ) বিকা‌ল ৪টার দি‌কে হাসপাতাল থে‌কে গুলশা‌নের বাসভবন ফি‌রোজায় ফিরবেন। দলের বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যায় সা‌বেক প্রধানমন্ত্রী ও বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া‌কে হাসপাতাল থে‌কে বাসায় নি‌য়ে আসা হবে।

উল্লেখ, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুতই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখান থেকে ৯ জানুয়ারি (রবিবার) রাতে কেবিনে স্থানান্তর করা হয়।

গত শনিবার (২২ জানুয়ারি) দুপুরে খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষাগুলো হচ্ছে- আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ব্লাড-সুগার, সোডিয়াম, হিমোগ্রোবিন,স্টুল, ইউরিন ও করোনাভাইরাস।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা সংবাদ সম্মেলনে জানিয়ে ছিলেন, তিনি (খালেদা জিয়া) লিভার সিরোসিসে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। তবে সরকার এবং আওয়ামী লীগ এ ব্যাপারে এখনও কোনো ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button