জাতীয়

নির্বাচন নিয়ে ইসি কবিতার কঠোর হুঁশিয়ারি

নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার কবিতা খানম, ইউপি পরিষদ নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র, প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে।ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ-বিজিবি ও র‌্যাব মোতায়েন থাকবে।

এ সময় নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন কমিশনার কবিতা খানম।

Related Articles

Leave a Reply

Back to top button