জাতীয়লিড স্টোরি

১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতীয় ভ্রমণ ভিসা

করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত পর্যটকদের জন্য দেড় বছর পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখতে দেশটির সরকার বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

দেশটির মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু করবে ভারত। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া হবে।

এর আগে ২০২০ সালের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথিয়েতা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে।

দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, “ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Related Articles

Leave a Reply

Back to top button