জাতীয়লিড স্টোরি

১ সেপ্টেম্বর সংসদের চতুর্দশ অধিবেশন

আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহবান করেছেন।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ত্রয়োদশ অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।

Related Articles

Leave a Reply

Back to top button