আন্তর্জাতিক

আইফোন-১৩ সিরিজ, বাজারে আসছে সেপ্টেম্বরে

চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন-১৩ সিরিজ বাজারে আনছে অ্যাপল।

গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আইফোন বাজারে আসবে ফ্লেকজিবল চার্জিং বোর্ড নিয়ে যা স্পেসও কমাবে।

জানা গেছে, আইফোন-১২ সিরিজের থেকেও ১৩-তে বেটারি ও ৫-জি সুবিধা বেশি থাকবে।

তবে গুঞ্জন রয়েছে, আইফোনের উচ্চতর রিফ্রেশ রেট এলটিপিও ডিসপ্লে, দ্রুতগতির এ১৫ চিপ, ছোট নচ, ভিডিও রেকর্ডিং ফিচার, বড় ক্যামেরা সেন্সরসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button