করোনাজাতীয়

জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তোলা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জীবন-জীবিকার স্বার্থে ও অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য লকডাউন শিথিল করা হয়েছে।

স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই এখন ভরসা করতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, চীনে থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। আরও অন্য জায়গা থেকে টিকা আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে করোনা টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে।

আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনা নিয়ন্ত্রণে আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button