সাহিত্য ও বিনোদন

রাজের সদস্যপদ স্থগিত করলো টেলিপ্যাব

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নজরুল রাজের সদস্যপদ স্থগিত করলো টিভি নাটকের প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’।

শনিবার, ৭ অগাস্ট, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির আর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে। আর তাই টেলিপ্যাবের সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত হয়ে কার্যনির্বাহী সদস্যদের সমর্থনে শুক্রবার (৬ আগস্ট) নজরুল রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে যদি নজরুল রাজ আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাবের সদস্যপদ হারাবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Back to top button