খেলা
জয়ে শুরু টাইগার যুবাদের নিউজিল্যান্ড সফর।
জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছিল স্বাগতিকেরা। দলের কেউই হাফ সেঞ্চুরির দেখা পায়নি। সাতে নামা পোমারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪০ রান। বাংলাদেশের পেসাররা এদিন অসাধারণ বোলিং করেছেন। ৩টি করে উইকেট তুলে নেন দুই পেসার শরিফুল ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে রান আউট হন ওপেনার পারভেজ হাসান ইমন। এরপর নিয়মিত বিরতিতে আরও ৩ উইকেট পড়লেও কখনো পথ হারায়নি বাংলাদেশের যুবারা। অপরাজিত ৬৫ রানের ইনিংসে এক প্রান্ত আগলে রেখে জয় নিশ্চিত করেন অধিনায়ক আকবর। ৬১ বলের এ ইনিংসে ছিল ১১টি চারের মার।
এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। বুধবার হবে দ্বিতীয় ম্যাচ।