আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, প্লেনে আগুন

বিস্ফোরক ড্রোন দিয়ে, সৌদি আরবের আভা বিমানবন্দরে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এতে একটি যাত্রীবাহী বেসামরিক বিমানে আগুন ধরে যায়। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-একবারিয়া দেশটির সামরিক জোটের বক্তব্য তুলে ধরে জানিয়েছে, সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ারা হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানিয়েছে, হামলার ঘটনায় একটি বেসামরিক প্লেনে আগুন লেগেছে, তবে এখন তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

Related Articles

Leave a Reply

Back to top button