জেলার খবর

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার।

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পদ থেকে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে সরিয়ে যুগ্মসচিব মাহবুব আলম তালুকদারকে সেই দায়িত্ব দিয়েছে সরকার।

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দেশে ফেরানোর চেষ্টা দ্বিতীয় দফা ব্যর্থ হওয়ার পর সোমবার সরকারের এই সিদ্ধান্ত এল।

আবুল কালাম শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে
আবুল কালাম শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করে আসা আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button