আন্তর্জাতিক

চীনে রেস্তোরাঁ ধসে নিহত ১৭; আহত ৪৩, এখনো তল্লাশি চলছে

করোনা ভাইরাস উৎপত্তি থেকে শুরু করে চীনের ওপর দিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের দূর্ঘটনা ও মহামারি। নতুন করে প্লেগ রোগের আবির্ভাব, ঘুর্ণিঝড় লন্ডভন্ডের ঘটনাও ঘটেছে। এবং এ ধরণের দূর্ঘটনা ও মহামারিতে  প্রাণ হারিয়েছে দেশটির অনেক মানুষ।

এবার চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে কমপক্ষে ১৭ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। (খবর আরব নিউজ)

শনিবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকালে জিয়ানফেন পল্লীতে ওই দোতলা রেস্তোরাঁটি ধসে পড়ে।

ধ্বংসস্তুপের নিচ থেকে ১৩ জনের মরদেহ এবং কমপক্ষে ৪৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা চারজন চিকিৎধীন অবস্থায় মারা যান। উদ্ধার কাজে ৭ শতাধিক কর্মী অংশ নেয়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

তবে ভবনটি ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button