দিনের শুরুতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে গোটা পৃথিবী যখন টালমাটাল ঠিক এমন সময় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন।
শুক্রবার (২৬ জুন) সকালে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির জিনজিয়ান উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলে।
চীনের ভূমিকম্প নেকটওয়ার্কস সেন্টারের তথ্য মেতে, শুক্রবার বেইজিং সময় ভোর ৫টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য তাদের হাতে আসেনি।
চীনে সর্বশেষ ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে প্রায় ৮৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।
কিছুদিন আগেই লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়।
সাধারণত রিখটার স্কেলে কোনও ভূমিকম্প ৬ বা তার বেশি মাত্রার হলে তাকে অত্যন্ত শক্তিশালী বলে চিহ্নিত করা হয়।