আন্তর্জাতিক

দিনের শুরুতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে গোটা পৃথিবী যখন টালমাটাল ঠিক এমন সময় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন।

শুক্রবার (২৬ জুন) সকালে আঘাত হানা ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির জিনজিয়ান উইঘুর স্বায়ত্বশাসিত অঞ্চলে।

চীনের ভূমিকম্প নেকটওয়ার্কস সেন্টারের তথ্য মেতে, শুক্রবার বেইজিং সময় ভোর ৫টা ৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

দিনের শুরুতেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চীন

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির তথ্য তাদের হাতে আসেনি।

চীনে সর্বশেষ ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তাতে প্রায় ৮৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

কিছুদিন আগেই লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়।

সাধারণত রিখটার স্কেলে কোনও ভূমিকম্প ৬ বা তার বেশি মাত্রার হলে তাকে অত্যন্ত শক্তিশালী বলে চিহ্নিত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button