১৫ আগস্টের হত্যাকান্ড কোন নির্দিষ্ট পরিবারের ওপর না, এটি ছিলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের হত্যাকান্ড কোন নির্দিষ্ট পরিবারের ওপর ছিলো না, এটি ছিলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নিতে। জিয়াউর রহমান, এরশাদকে অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে চিহ্নিত করেন তিনি। বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলেই উন্নতি হয়। শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭৫ এর কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বাবা, মা, ছোট ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে বারবারই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা।
তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন করতে যে সময় লাগে সেটি তখনকার রাজনীতিবিদরা বুঝতে পারলে ১৫ আগস্টের আঘাত আসতো না। হত্যার পর এটিকে পারিবারিক হত্যার কথা ছড়ানো হলেও সেটি ছিলো মুক্তিযুদ্ধের ওপর।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলেন। আর তিনি ছিলেন অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী। যা এখন উচ্চ আদালত কর্তৃক স্বীকৃত।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের লক্ষ্য এখন জাতির পিতার রক্তঋণ শোধ করা, সোনার বাংলা গড়ে তোলা।