Leadঅপরাধ-আদালতজেলার খবরঢাকা

‘আমাকে মাইরেন না’

চোর সন্দেহে আশুলিয়ায় নারীকে বেঁধে নির্যাতন

সংবাদদাতা, আশুলিয়া (ঢাকা): এবার চোর সন্দেহে এক নারীকে বেঁধে নির্যাতন করা হয়েছে ঢাকার সাভার উপজলার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে গেছে।

তিন মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ২০-২৫ বছর বয়সী এক নারীর দুই হাত বাঁধছেন এক লোক এবং তাকে মারধর করছেন এক নারী

ভিডিওতে ভুক্তভোগী নারীকে গালমন্দ করতে শোনা যায় অনেককে। কেউ জিজ্ঞাসা করছেন, তিনি অটোরিকশা চুরি করেছেন কি না।

তখন ওই নারী কাঁদছেন আর বলছেন, ‘আমাকে মাইরেন না।’

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটির ভিডিও ফেসবুকে আপলোড করেছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মনির হোসেন।

জানতে চাইলে মনির বলেন, আমি ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি এক নারীকে অটোরিকশা চুরি করার চেষ্টার অপবাদ দিয়ে নির্যাতন করা হচ্ছে। আমি নির্যাতনকারীদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা থামেনি। তখন আমি ঘটনাটির কিছু অংশ ভিডিও করি। যারা ওই নারীকে মারধর করছিল তাদের কাউকেই চিনতে পারিনি।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, নারীকে নির্যাতনের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

Related Articles

Leave a Reply

Back to top button