চামড়া বাজারে ধ্বস! সিন্ডিকেট করে দাম কমিয়েছেন ব্যবসায়ীরা অভিযোগ মওসুমী ব্যবসায়ীদের
কোরবানির ঈদের দিন বেলা আড়াইটা।রাজধানীর পোস্তা এলাকা বলতে গেলে ফাঁকা।এক দুইটা ভ্যান আর ট্রাক দেখা গেল। মৌসুমী ব্যবসায়ীরা হতাশ চেহারায় ঘুরছেন। ক্রেতা নেই বাজারে। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে অর্ধেক দামে বিক্রি হচ্ছে চামড়া। পাইকাররা ইচ্ছে করে দাম কমিয়ে মন্দা বাজারে চামড়া কম দামে কিনতে কারসাজি করছে বলে অভিযোগ তাদের।
বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশন সভাপতি হাজ্বী মোঃ দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বললেন, বাজারে নগদ টাকার সংকট। টানারী মালিকরা গত বছরের বকেয়া টাকা এখনো পরিশোধ করেন নি।চামড়া নষ্ট হবার আশংকা করছেন তিনি।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাজ্বী টিপু সুলতান বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কম। তাছাড়া নগদ টাকার অভাব রয়েছে। চামড়ার দাম কমলেও সঠিক ভাবে সংরক্ষণ করে রাখলে তা পরে বিক্রি হবে।মওসুমী ব্যবসায়ীদের চামড়া সঠিক ভাবে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন তিনি।